ইবিএল অ্যাকুয়া প্রি-পেইড মাস্টার কার্ড

ইবিএল অ্যাকুয়া প্রি-পেইড মাস্টার কার্ড

ইবিএল অ্যাকুয়া প্রি-পেইড মাস্টার কার্ড

ইবিএল অ্যাকুয়া প্রি-পেইড মাস্টার কার্ড দেশের বাইরে ভ্রমন ও অনলাইন শপিং কিংবা ফরেন কারেন্সি তে কোন বিল পেমেন্ট এর জন্য সহজতর একটি মাধ্যম। এই কার্ডটি প্রদান করছে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)।এই প্রিপেইড কার্ড নেওয়ার জন্য ইস্টার্ণ ব্যাংকে কোন একাউন্ট থাকা বাধ্যতামূলক নয় । ইবিএল মাস্টারকার্ড অ্যাকোয়া প্রিপেইড কার্ড একটি ইএমভি চিপ কার্ড, যা অত্যন্ত নিরাপদ। প্রয়োজন অনুসারে যেকোন শাখা থেকে রিলোডিং এর সুবিধাতো রয়েছেই।  

ইবিএল অ্যাকুয়া প্রি-পেইড মাস্টার কার্ড এর সুবিধা সূমহ:

·        ডুয়েল কারেন্সি সুবিধা সম্বলিত প্রিপেইড কার্ড

·        শতাধিক মার্চেন্ট পার্টনার থেকে কেনাকাটায় ডিসকাউন্ট সুবিধা

·        স্থানীয় ও আন্তর্জাতিক মুদ্রায় কেনাকাটার সুবিধা

·        বিশ্বব্যাপী মাস্টারকার্ড এর লোগো সম্বলিত এটিএম সমূহ থেকে দ্রুত ক্যাশ অ্যাকসেস

·        উপভোগ করুন ব্যাংকিং সুবিধা ব্যাংক একাউন্ট ছাড়াই

·        অনলাইন বিল পেমেন্ট সুবিধা

·        ইবিএল এর যেকোন শাখা থেকে চার্জ ছাড়াই রিলোডিং এর সুবিধা

·        প্রতিটি ট্রানজাকশন এর জন্য এসএমএস অ্যালার্ট সুবিধা

ইবিএল অ্যাকুয়া প্রি-পেইড মাস্টার কার্ড এর ফি সূমহ:

·        কার্ড ইস্যুয়েন্স ফি – ১০০০ টাকা+ বিধি মোতাবেক ভ্যাট প্রজেয্য (৩ বছরের জন্য)

·        এসএমএস এলার্ট ফি – ২০০ টাকা+ বিধি মোতাবেক ভ্যাট প্রজেয্য

·        ইবিএল এটিম ক্যাশ উত্তোলন ফি – ফ্রি

·        কার্ড রিপ্লেসমেন্ট – ৫০০+ বিধি মোতাবেক ভ্যাট প্রজেয্য

·        পিন রিপ্লেসমেন্ট - ৫০০+ বিধি মোতাবেক ভ্যাট প্রজেয্য

ইবিএল অ্যাকুয়া প্রি-পেইড মাস্টার কার্ড পাওয়ার প্রক্রিয়া ও প্রয়োজনীয় ডকুমেন্টস:

·        সংশ্লিষ্ট আবেদন ফর্মটি পূরণ করতে হবে।

·        দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।

·        বৈধ ফটো আইডির ফটোকপি (মূল কপি প্রদর্শন করা প্রয়োজন হতে পারে)

·        ডলার এন্ডোর্সমেন্ট এর জন্য বৈধ পাসপোর্ট ।

·        গ্রাহকের কেওয়াইসি ফর্ম ।

(ব্যাংক প্রয়োজন অনুসারে অন্যান্য ডকুমেন্ট চাইবার অধিকার সংরক্ষণ করে)

উল্লেখিত ডকুমেন্ট সূমহ নিয়ে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের যে কোন শাখায় থেকে এই কার্ডটি নেওয়া যাবে।  এটি একটি ইনস্ট্যান্ট কার্ড, তাই আবেদন করার পরপরই কার্ডটি হাতে পাওয়া যাবে। ফরেন পার্ট ব্যবহার করতে হলে অবশ্যই বৈধ পাসপোর্ট দিয়ে ডলার এন্ডোর্সমেন্ট করে নিতে হবে । এবং কার্ডটির ফরেন পার্ট ব্যাংকের কল সেন্টার থেকে চালু করে নিতে হবে।  এন্ড্রোসমেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন……..

কার্ডটি সম্পর্কিত বিভিন্ন তথ্যের জন্য ইস্টার্ন ব্যাংক লিমিটেড কল সেন্টারে যোগাযোগ করুন লিমিটেডের তথ্যের জন্য এখানে ক্লিক করুন………….



 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......